সাধারনভাবে Domain Name বলতে একটি ওয়েবসাইটের নামকে বোঝায়। ইন্টারনেট আই পি এর মত, প্রত্যেক ওয়েবসাইটের একটি নির্দিষ্ট আইপি ঠিকানা থাকে। আইপি দিয়ে একটি ওয়েবসাইটকে মনে রাখা খুবই কষ্টসাধ্য। তাই মনে রাখার সুবিধারতে একটি আইপি ঠিকানাকে একটি নাম ব্যবহার করা হয়, এই নামকেই ডোমেইন নাম বলা হয়।
ডোমেইন নাম এবং ডোমেইন এক্সটেনশন কি?
“ডোমেইন নাম” একটি ওয়েবসাইটের পরিচয় বহন করে।
যেমনঃ
১) Google.com এর “ডোমেইন নাম” হচ্ছে Google এবং .com হচ্ছে “ডোমেইন এক্সটেনশন” ।
২) Bangladesh.gov.bd এর “ডোমেইন নাম” হচ্ছে Bangladesh এবং .gov.bd হচ্ছে “ডোমেইন এক্সটেনশন” ।
৩) Wikipedia.org এর “ডোমেইন নাম” হচ্ছে Wikipedia এবং .org হচ্ছে “ডোমেইন এক্সটেনশন” ।
“ডোমেইন এক্সটেনশন” বিভিন্ন ধরণের হতে পারে।
যেমনঃ .com, .org, .net, .co, .info, .me ইত্যাদি।
সাব ডোমেইন নাম বা SLD বা Sub Level Domain কি?
ডোমেইন নামের আগে কিছু থাকলে তাকে সাব ডোমেইন নাম বা SLD বা Sub Level Domain বলে।
যেমনঃ
১) analytics.google.com= এখানে Analytics হচ্ছে “সাব ডোমেইন নাম”। Google হচ্ছে “ডোমেইন নাম” এবং .Com হচ্ছে “ডোমেইন এক্সটেনশন”।
২) mohakamee.blogspot.com= এখানে Mohakamee হচ্ছে “সাব ডোমেইন নাম”। Blogspot হচ্ছে “ডোমেইন নাম”। এবং .Com হচ্ছে “ডোমেইন এক্সটেনশন”।
৩) webresearchportfolio.wordpress.com= এখানে Webresearchportfolio হচ্ছে “সাব ডোমেইন নাম”। WordPress হচ্ছে “ডোমেইন নাম”। এবং .Com হচ্ছে “ডোমেইন এক্সটেনশন”।
এক কথায়, ডোমেইন নামের আগে যদি কিছু থাকে, তাকেই সাব ডোমেইন নাম বলে।
আপনি Comment এর উত্তর দিয়ে বলুনতো,
এখানে bn.wikipedia.org ওয়েবসাইটে, সাব ডোমেইন নাম কোনটি এবং ডোমেইন নাম কোনটি?
এখানে bn হচ্ছে “সাব ডোমেইন নাম”। Wikipedia হলো “ডোমেইন নাম” আর .org হচ্ছে “ডোমেইন এক্সটেনশন”
bn. এটা সাবডমেইন নাম। wikipedia এটা ডোমেইন নাম। .org ডোমেইন এক্সটেনশন।