আমাদের নিজেদের প্রয়োজন মেটাতে, আমরা প্রতি নিয়ত বিভিন্নভাবে নতুন নতুন ওয়েবসাইটের সাথে পরিচিত হই। নতুন ওয়েবসাইটগুলু কতটা বিশ্বাসযোগ্য এবং কতটা নিরাপদ? প্রাথমিকভাবে ওয়েবসাইটটিকে যাচাই করার প্রক্রিয়াকেই, একটি ওয়েবসাইটকে ভাল এবং খারাপ ভাবে নির্বাচন বলা হয়।
নোটঃ মনে রাখুন, একটি ওয়েবসাইটকে ভাল এবং খারাপ ভাবে নির্বাচনেই ক্ষেত্রে এটি একটি প্রাথমিক ধারণা মাত্র। আরো ভালভাবে বিষয়টি বোঝার জন্য, আপনি ভিডিওটি দেখতে পারেন।
বিষয়টি খুবই সহজ এবং আনন্দদায়ক করার জন্য, একটি কম্পিউটার Google Chrome ব্রাওজার ব্যাবহার করুন।
প্রথমে আপনাকে moz.com এ যেয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে।

moz.com এ অ্যাকাউন্ট খোলার পর, ইমেইল থেকে moz.com অ্যাকাউন্ট টি একটিভ করতে হবে। এবং লগিন করতে হবে।
দ্বিতীয়তঃ moz chrome extension টি আপনার ব্রাউজার এ ইন্সটল করতে হবে।
extension টি আপনার ব্রাউজার এ ইন্সটল করার পর এরকম একটি বার আপনার ব্রাওজারে দেখাবে। এবং সেখানে একটি ওয়েবসাইটের অনেকগুলু ম্যাট্রিক্স এখানে দেখতে পাবেন।

অনেকগুলু ম্যাট্রিক্স এর মধ্যে আমরা DA (Domain Authority) এবং Spam Score এর মাধ্যমে একটি ওয়েবসাইটকে ভাল এবং খারাপ ভাবে নির্বাচন করবো।
DA (Domain Authority): একটি Website এর DA যত বেশি, সেই Website কে আমরা তত বেশি মূল্যায়ন করবো কিংবা বিশ্বাস করবো। DA এর মান ১ থেকে ১০০ পর্যন্ত হয়ে থাকে। কোন Website এর DA যদি 25+ হয়ে থাকে, তাহলে সেই Website টি Internet জগতে একটি নির্ভরযোগ্য Website হিসাবে গণনা করা যেতে পারে ।
Spam Score: একটি Website এর Spam Score যত বেশি, সেই Website কে আমরা তত কম মূল্যায়ন করবো কিংবা কম বিশ্বাস করবো। Spam Score এর মান ০ থেকে ১০০ পর্যন্ত হয়ে থাকে। কোন Website এর Spam Score যদি 25+ হয়ে থাকে তাহলে, সেই Website টি Internet জগতে একটি খারাপ বা নিম্নমানের Website হিসাবে গণনা করা যেতে পারে ।
বাস্তবে, DA যতই ভাল হোক না কেন, Spam Score যদি 25+ হয়ে থাকে, আপনি নির্ধিদ্বায় ঐ ওয়েবসাইটকে বাতিলের খাতায় রাখতে পারেন।
উদাহরণ হিসাবে এখানেঃ
আপনি যদি চিন্তা করেন, অনলাইনে বিভিন্ন marketplace থেকে স্কিল অনুযায়ী টাকা Earn করবেন। কিন্তু বুঝতে পারছেন না, কোন Website টি বিশ্বাসযোগ্য ?
নিচের এই সবগুলু Website থেকে স্কিল অনুযায়ী টাকা আয় করা যায় । সব website গুলুই ভাল, কিন্তু আপনি যদি একটি website থেকে Professional activities আশা করেন অথবা কম ঝামেলা পেতে চান। তাহলে, যে সব Website এর Spam Score কম, সেই সব Website গুলু আপনার লক্ষ্য হওয়া উচিত । যেসব ওয়েবসাইটের Spam Score বেশি, সেই সব Website গুলু আপনাকে যেকোন সময় বিভিন্নভাবে ঝামেলাই ফেলতে পারে।
যেমনঃ
Fiverr.com এর DA= 92 এবং Spam Score= 47%
99designs.com এর DA= 81 এবং Spam Score= 25%
Guru.com এর DA= 72 এবং Spam Score= 20%
উপরের এই ৩ টি ওয়েবসাইটই খুব ভাল, কিন্তু সবগুলু Website এরই Spam Score অনেক বেশি, তার মানে এগুলুতে রিস্ক ফ্যাক্টরও বেশি। এইসব Website গুলু আপনাকে বিভিন্নভাবে ঝামেলাই ফেলতে পারে। তুলনামুকভাবে, যে সব ওয়েবসাইট এর Spam Score কম। সেই সব ওয়েবসাইটগুলু আপনাকে কম ঝামেলাই ফেলবে।
যেমনঃ
Behance.net এর DA= 92 এবং Spam Score= 2%
Upwork.com এর DA= 91 এবং Spam Score= 1%
Freelancer.com এর DA= 89 এবং Spam Score= 1%
Peopleperhour.com এর DA= 81 এবং Spam Score= 4%
Flexjobs.com এর DA= 75 এবং Spam Score= 1%
Designhill.com এর DA= 60 এবং Spam Score= 1%
Microworkers.com এর DA= 51 এবং Spam Score= 1%
Servicescape.com এর DA= 40 এবং Spam Score= 2%
আশা করছি, উপরে লিখিত বর্ণনা অনুযায়ী, এখন খুব সহজেই ঝামেলাপূর্ণ বা ঝামেলামুক্ত ওয়েবসাইট গুলু খুজে বের করা সম্ভব।
একটি Website এর DA এবং Spam Score কিভাবে কম বেশি হয়, এটি সম্পর্কে বিস্তারিত অন্য কোন পোস্টে আলোচনা করা হবে।
ধন্যবাদ, এত ভালো করে এক্সপ্লেইন করার জন্য।